অকারণে দর বেড়েছে এসিআই ফরমুলেশনসের

aciস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসিআই ফরমুলেশনস লিমিটেড সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে ৯ ফেব্রুয়ারি, সোমবার কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে(ডিএসই) এ কথা জানানো হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ১ ও ৮ ফেব্রুয়ারি ছাড়া গত ২৬ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত শেয়ারটির দর বেড়েছে। এ সময় শেয়ারটির দর ২৪ টাকা ১০ পয়সা বেড়ে ১১০ টাকা ৯০ পয়সা থেকে ১৩৫ টাকায় উন্নীত হয়েছে। ২৬ জানুয়ারি থেকে দরের উত্থান শুরু হলেও ৩, ৪ ও ৯ ফেব্রুয়ারি শেয়ারটির দর অস্বাভাবিকহারে বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *