অর্থ আত্মসাৎতের মামলায় সোনালী ব্যাংকের কর্মকর্তা গ্রেফতার

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পেনশন বিলের পৌনে দুই কোটি টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে ব্যাংকটির সাবেক কর্মকর্তা এম এ সালেককে গ্রেফতার করা হয় বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

আসামি সালেক সোনালী ব্যাংকের মুন্সিগঞ্জ ভবেরচর শাখায় কর্মরত থাকার সময় পেনশন বিলের এক কোটি ৮৪ লাখ ৩৯ হাজার ২৩৭ টাকা আত্মসাতের ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই শাখার তৎকালীন ব্যবস্থাপক মো. নূরুল ইসলাম ২০১৭ সালের ২ ডিসেম্বর গজারিয়া থানায় সালেকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।

পরে মামলাটি দুদককে তদন্তের নির্দেশ দেয় আদালত।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক আ. সালাম আলী মোল্লা মামলাটি তদন্তের দায়িত্ব পান।

মামলার তদন্ত চলাকালেই এই আসামিকে গ্রেফতার করা হল।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *