আইএসপিএবি ও কোয়াবের ধর্মঘট কর্মসূচি স্থগিত

স্টকমার্কেটিবিডি প্রতিবেদক :

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও ক্যাবল অপারেটর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ঘোষিত আগামীকাল থেকে ডাকা ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের সঙ্গে আজ শনিবার সন্ধ্যায় আলোচনার পর সংগঠন দু’টি তাদের কর্মসূচী স্থগিত করার এই ঘোষনা দেয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওভারহেড ইন্টারনেট ও ক্যাবল টিভির ক্যাবল অপসারণে গৃহীত কর্মসূচীর প্রতিবাদে সংগঠন দূ’টি এই ধর্মঘট কর্মসূচী পালনের ঘোষনা দিয়েছিল।

ধর্মঘট প্রত্যাহারের লক্ষ্যে মোস্তফা জব্বার জরুরী এক জুম বৈঠকে সংগঠন দু’টির সঙ্গে মিলিত হন। বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন সংযুক্ত ছিলেন।

বৈঠকে আইএসপিএবি’র প্রতিনিধিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল হাকিম এবং কোয়াবের প্রতিনিধিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার পারভেজ।
সরকারের আহবানে ধর্মঘট প্রত্যাহার করায় মন্ত্রী উভয় সংগঠনকে ধন্যবাদ জানান।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *