আএএল এর ৪০ শতাংশ মালিকানা কিনছে সিঙ্গারবিডি

singerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিঙ্গারবিডির পরিচালনা পর্ষদ ইন্টারন্যাশনাল এপ্লিয়েন্স লিমিটেড(আইএএল) এর মূলধনী অংশীদার হওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে।

সিদ্ধান্ত অনুযায়ী সিঙ্গারবিডি আইএএলের ৪০ শতাংশের অংশীদারি স্বত্ব কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আইএএল একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। কোম্পানিটি রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজার্স তৈরী করে।

সিঙ্গারবিডি ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূধলন ৬১ কোটি ৪০ লাখ টাকা।

কোম্পানির মোট ৬ কোটি ১৩ লাখ ৫৫ হাজার ৫৯৩টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৭৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৫.১৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৯.৮৩ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *