আধ-ঘন্টায় ডিএসই-সূচক বেড়েছে ৪৪ পয়েন্ট

high indexনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সূচকের উর্ধ্বমূখী প্রবণতায় লেনদেন শরু হয়েছে। আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত আধ-ঘণ্টায় ডিএসইতে সাধারণ সূচক বেড়েছে ৪৪ পয়েন্ট। আর ৩০ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আধ-ঘন্টায় ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টি কোম্পানির। আর দর কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

প্রথম আধ-ঘন্টায় লেনদেনর শীর্ষে রয়েছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এবি ব্যাংক, অগ্নি সিস্টেম, গ্রামীন ফোন, সিটি ব্যাংক, যমুনা ওয়েল, লাফার্জ সিমেন্ট, বিডি থাই,  খান ব্রাদার্স পিপি ও সাপোর্ট।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮১৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৭২ পয়েন্টে।

অন্যদিকে বেলা ১১ টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) সিএএসপিআই ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭৪৩ পয়েন্টে। এসময় লেনদেন হয়েছে ২ কোটি ৫৭ লাখ টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *