আবারো ২৮ হাজারে ভারতের সেনসেক্স

bseস্টকমার্কেট ডেস্ক :

একদিন যেতে না যেতেই আবারো সূচক বৃদ্ধি পেল ভারতের শেয়ারবাজারে । গত সপ্তাহে প্রধান সূচক সেনসেক্স ২৮ হাজার পয়েন্টের মাইলফলক স্পর্শ করলেও বৃহস্পতিবার  সূচকের নেমে অবস্থান করে ২৭ হাজার ৯৪0.৬৪ পয়েন্টে।

তবে গতকাল শুক্রবার আবার তা ২৮ হাজারে মাইল ফলক স্পর্শ করেছে। এদিন ভারতের শেয়ারবাজারে প্রায় ১১২ মিলিয়ন ডলারের বিদেশী বিনিয়োগ হয়। এজন্যই সূচকের এই বৃদ্ধি ঘটেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এছাড়া Asian Paints এর শেয়ারবাজারে প্রভাব ফেলেছে। এদিন সেনসেক্স ১০৬.০২ বা 0.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৬ পয়েন্টে।

অন্যদিকে Nifty Index ৩২.০৫ (০.৩৬%) পয়েন্ট বেড়ে  ৮৩৮৯.৯০ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *