ইউরোপে শেয়ারবাজারে সূচক-পতন অব্যহত

euস্টকমার্কেট ডেস্ক :

গত নভেম্বরে বড় ধরনের পতনের পরও অতি আশাবাদী যেসব বিনিয়োগকারি ভেবেছিলেন যে ডিসেম্বরে হয়ত বাজার ঘুড়ে দাঁড়াবে, তাদের জন্য নেতিবাচক বার্তা দিচ্ছে ইউরোপের শেয়ারবাজারগুলো। গতকাল শুক্রবার সপ্তাহের শেষ দিনেও সূচক পতনের এই ধারা অব্যহত ছিল।

গত সপ্তাহ জুড়ে আশাবাদি হবার মতো তেমন কোন পরিবর্তনই দেখা যায়নি সুচকে বরং প্রতি কার্যদিবসেই ঘটেছে সুচক পতনের ঘটনা।জ্বানালী খাতে অস্থিরতা,তেলের মুল্য হ্রাস,আর বৈশ্বিক মন্দার মত নানা সমস্যার প্রভাব পড়েছে ইউরোপের শেয়ারবাজারে। এর ফলে বিনিয়োগকারিদের মধ্যেও সৃষ্টি হচ্ছে আস্থাহীনতা।

গতকাল শুক্রবার সপ্তাহের শেষ দিনেও সুচক পতনের এই ধারা অব্যহত ছিল। এদিন লন্ডন FTSE 100 Index   ৮২.১৪ (১.২৭ %)পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬,৩৭৯.৫৬ পয়েন্টে।

এছাড়া CAC 40 Index   ৫৭.৭১ (১.৩৭%)পয়েন্ট কমে ৪,১৬৮.১৫ পয়েন্টে অবস্থান করছে ।এছাড়া TR EUROPE ইন্ডেক্স ১.২৬ (০.৭৮%)কমে ১৬০.৯২ পয়েন্টে নেমে এসেছে ।

সংশ্লিষ্টরা বলছেন-‘এশিয়া এবং আমেরিকা জুড়ে চলা তেলের মুল্যের অস্থিতিশিলতার পাশাপাশি সুদ কমানো নিয়ে ইউরোপিয় কেন্দ্রিয় ব্যংকের দ্বিমুখী নীতিতে ক্ষতিগ্রস্থ হচ্ছে শেয়ার বাজার।’

সুত্র- সিএনএন

স্টকমার্কেটবিডি.কম/তরি/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *