ইফাদ অটোসের আইপিও লটারির ফলাফল প্রকাশ

ifadনিজস্ব প্রতিবেদক :

ইফাদ অটোস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি ফলাফল আজ ২৪ ডিসেম্বর সকালে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আইপিওতে আবেদনকারীদের শেয়ার বরাদ্দ দিতে আজ ঢাকার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে লটারি করার ঘোষণা দেয় কোম্পানি কর্তৃপক্ষ।

কোম্পানিটির আইপিওতে গত ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিলো ৬ ডিসেম্বর পর্যন্ত।

ইফাদ অটোস শেয়ারবাজার থেকে ৬৩ কোটি ৭৫ লাখ টাকা উত্তোলনের জন্য ২ কোটি ১২ লাখ ৫০ হাজার শেয়ার ছেড়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। ২০০টি শেয়ারে মার্কেট লট।

কোম্পানিটির আইপিওতে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেনকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

ফলাফল লিঙ্ক :

ব্রাঞ্চ কোড

 বাংলাদেশী

ক্ষতিগ্রস্ত

প্রবাসী

মিউচ্যুয়াল ফান্ড

 

 

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *