এক দিনের লেনদেনে শীর্ষ তালিকায় অলিম্পিক

olimpic ...smbdস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। যদিও সপ্তাহের ৫ কার্যদিবসের মধ্যে কোম্পানিটির লেনদেন হয়েছে মাত্র এক দিন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড এন ক্যাটাগরিতে লেনদেন করে। প্রথম দিনেই কোম্পানিটির ৩৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর তালিকায় ৮ম অবস্থানে উঠে আসে অলিম্পিক এক্সেসরিজ।

গত বৃহষ্পতিবার ডিএসইতে অলিম্পিক এক্সেসরিজের ৮৭ লাখ ২১ হাজার ৭৩১টি শেয়ার লেনদেন হয়। যার মূল্য ৩৯ কোটি ৬৩ লাখ টাকা। শেয়ারটির দর ৩৯১ শতাংশ বৃদ্ধি পেয়ে শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৪৯ টাকা ১০ পয়সা দরে।

প্রথম দিনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের শীর্ষে ছিল অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের শীর্ষে রয়েছে সিমেন্ট শিল্প খাতের কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। কোম্পানিটির মোট ৭৭ কোটি ৫৫ লাখ ৮২ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়, যা মোট লেনদেনের ৪.২১ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বেক্স-ফার্মা ও স্কয়ার ফার্মা। কোম্পানি দুটির যথাক্রমে ৫৮ ও ৫২ কোটি টাকার লেনদেন হয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনাইটেড এয়ারওয়েজ, গ্রামীন ফোন, অলিম্পিক এক্সেসরিজ, ইফাদ অটোস ও এএফসি এগ্রো।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *