এসআর ক্যাপিটালককে ৫ লাখ টাকা জরিমানা

bsecস্টকমার্কেট ডেস্ক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য এসআর ক্যাপিটালক লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

মঙ্গলবার বিএসইসির ৫৩১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইনস্টান্ট ওয়াচ মার্কেট সার্ভিলেন্স সিস্টেমের মাধ্যমে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের স্টক ব্রোকার এসআর ক্যাপিটাল লিমিটেডে গত বছরের ১১ জুলাই থেকে ১৮ আগস্ট (৫ দিন) আফতাব অটোমোবাইলস, ইউনাইটেড এয়ার ও অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেনে যথাক্রমে মোট ২ লাখ ৬৮ হাজার ৭০০টি শেয়ার শর্ট সেল হয়।

পরবর্তী সময়ে সার্ভিলেন্স বিভাগ বিষয়টি এনফোর্সমেন্ট বিভাগে প্রেরণ করে। এনফোর্সমেন্ট বিভাগের কার্যক্রম শেষে এসআর কেপিটালকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ রেগুলেশন-২০০৫-এর ৪(১) ভঙ্গের জন্য ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

স্টকমার্কেটবিডি.কম/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *