কারণ ছাড়াই বাড়ছে বেক্সিমকো সিনথেটিক্সের দর

beximcoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের বেক্সিমকো সিনথেটিক্স লিমিটেডের শেয়ার দর কোন কারণ ছাড়াই অস্বাভাবিকহারে বাড়ছে বলে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে এ কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়ছে। যা ডিএসইর নজরে আসে। ডিএসই কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ পাঠায়। কোম্পানিটি নোটিশের জবাবে গত ৮ ডিসেম্বর ডিএসইকে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এ কোম্পানির শেয়ার দরে যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে, এ জন্য কোম্পানির কাছে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।

উল্লেখ্য গত সাত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার দর ১.৮ টাকা বা ১৫.৯২ শতাংশ বেড়েছে। অর্থাৎ এ সাত কার্যদিবসে শেয়ার দর ১১.৩ টাকা থেকে বেড়ে ১৩.১ টাকা পর্যন্ত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *