চামড়া কিনতে ১৭৫০ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গতবারের চেয়ে এবার কোরবানির পশুর কাঁচা চামড়া কিনতে বেশি টাকা দিচ্ছে ব্যাংক। আগের ঋণ নবায়নসহ এবার প্রায় এক হাজার ৭৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক। এর বাইরে বেসরকারি খাতের উত্তরা, ন্যাশনালসহ আরও কয়েকটি ব্যাংক চামড়া খাতে ঋণ দিচ্ছে বলে জানা গেছে। তবে এর পরিমাণ জানা যায়নি। গত বছরে ব্যাংকগুলো ব্যবসায়ীদের কাঁচা চামড়া কিনতে ৬০১ কোটি টাকা ঋণ দিয়েছিল।

ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা জানিয়েছেন, যারা গত বছরের ঋণের টাকা ফেরত দিয়েছেন, কেবল তাদেরই ঋণ দেওয়া হয়েছে। গত বছরের মতো এবারও প্রতিষ্ঠিত ট্যানারির মালিকরা ঋণ পাচ্ছেন।

জানা গেছে, নতুন-পুরনো প্রায় ২৪টি প্রতিষ্ঠান এ ঋণ পাচ্ছে। গতবছর ৪২টি ট্যানারি প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছিল ব্যাংকগুলো।

এ প্রসঙ্গে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম বলেছেন, চামড়া ব্যবসায়ীদের সুদিন আসছে। সাভারে চামড়া শিল্প নগরীতে সিইটিপি (কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার) চালু হতে যাচ্ছে। এ কারণে অগ্রণী ব্যাংক এবছর কাঁচা চামড়া কিনতে গতবারের চেয়ে বেশি টাকা দিচ্ছে। তিনি উল্লেখ করেন, এবছর ব্যবসায়ীরা ১৩০ কোটি টাকা ঋণ পাবে। গত বছর কাঁচা চামড়া কিনতে ১০৫ কোটি টাকা ঋণ দিয়েছিল অগ্রণী ব্যাংক

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *