স্টকমার্কেট ডেস্ক :
প্রথমবারের মতো চীনের বৃহত্তম শেয়ারবাজার সাংহাই স্টক এক্সেচঞ্জে (এসএসই) আমেরিকান ব্যবসায়ীরা বিনিয়োগ করছে।
চলতি অক্টোবর মাস থেকেই এসএসই এর তালিকাভুক্ত ৫৬৮ টি কোম্পানির শেয়ার কিনতে শুরু করেছে তারা। তবে আমেরিকানদের এই সব শেয়ার কেনা বেচা করতে হবে হংকং স্টক এক্সেচেঞ্জের মাধ্যমে।
প্রসঙ্গত: চীনা বিনিয়োগকারীরাও হংকং স্টক এক্সেচেঞ্জে শেয়ার কেনা বেচা করতে পারে। আর ৭০টির অধিক কোম্পানি সাংহাই স্টক এক্সেচঞ্জ ও হংকং স্টক এক্সেচেঞ্জের তালিকাভুক্ত।
স্টকমার্কেটবিডি.কম/সি