স্টকমার্কেট ডেস্ক :
ঈদ ও দূর্গা পূজা কারণে ৯ দিন ছুটির পর আজ থেকে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পুনরায় লেনদেন শুরু হচ্ছে।
ডিএসই সূত্রে জানা যায়, ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ঈদ ও পূজার ছুটি নির্ধারণ করা হয়। আর শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় দুই শেয়ারবাজারেই মোট ৯ দিন বন্ধ রাখা হয়।
কর্মকর্তারা বলেন. রবিবার থেকে যথারীতি সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে। আর অফিস সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৫ টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে।
স্টকমার্কেটবিডি.কম/এআর/সি