জাহিন স্পিনিংয়ের রিফান্ড ও এলোটমেন্ট প্রেরণ

zahinস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারিতে শেয়ার বরাদ্দ পাওয়াদের এলোটমেন্ট লেটার এবং শেয়ার বরাদ্দ না পাওয়াদের রিফান্ড ওয়ারেন্টস পাঠিয়েছে জাহিন স্পিনিং লিমিটেড। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আইপিও লটারিতে যেসব আবেদনকারী লটারিতে শেয়ার বরাদ্দ পায়নি তাদের টাকা পাঠানো হয়েছে আর শেয়ার বরাদ্দদের বরাদ্দপত্র পাঠিয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।

কোম্পানিটি জানিয়েছে ৭ লাখ ৫ হাজার ৮৮২টি আবেদনের রিফান্ড ওয়ারেন্ট এবং বরাদ্দপত্র ৩৩ ব্যাংকের অনলাইনের মাধ্যমে, ১০ লাখ ৬০ হাজার ২০৩টি রিফান্ড ওয়ারেন্ট ও বরাদ্দপত্র হাতে হাতে এবং ৮ হাজার ২০৪টি রিফান্ড ওয়ারেন্ট ও বরাদ্দপত্র কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *