টোকিও এক্সচেঞ্জে টয়োটা এবং সনির দর পতন

toyotaস্টকমার্কেট ডেস্ক :

গতকাল টোকিও স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত বিশ্বব্যাপি সমাদৃত জাপানের গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা এবং ইলেকট্রনিক্স জায়ান্ট সনির শেয়ারের দর পতন ঘটেছে।

ইউরোপ-আমেরিকা জুড়ে চলা মন্দার প্রভাবে কোম্পানি দুটির রপ্তনি কমে যাওয়ার বাজারে তার প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উল্লেখ্য, উভয় কোম্পানিই তাদের পন্যের একটি বড় অংশ ইউরোপ ও আমেরিকার বাজারে রপ্তানি করে থাকে।

গতকাল টয়োটার শেয়ার প্রতি মুল্য দাঁড়ায় ৬৫.১৫ ডলার যা আগের চেয়ে প্রায় ০.৮৬ ডলার কম। অন্যদিকে সনির শেয়ার প্রতি মুল্য দাড়িয়েছে ২০.৮৮ ডলার যা আগের চেয়ে ০.৯৭ ডলার কম।

এদিকে টোকিও স্টক একচেঞ্জের সার্বিক সুচকও কমেছে। গতকাল Nikkei ইন্ডেকা ১২২ পয়েন্ট কমে ১৭,৮১৩.৩৮ পয়েন্টে অবস্থান করছে।

সূত্র- সিএনএন

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *