ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১ ঘণ্টায় ১৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইর সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতা রয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯১টি কোম্পানির। আর দর কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
ডিএসইর প্রধান বা ডিএসই এক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৫৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৪৪ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৮৭৪ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। দর বেড়েছে ৩৩টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।
স্টকমার্কেটবিডি.কম/এইচ