ডিএসইতে কমেছে সূচক, লেনদেন ২৩২ কোটি

low indexনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক আগের কার্যদিবসের চেয়ে কমেছে। এদিন অধিকংশ শেয়ারের দর কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২৩২ কোটি ৩৭ লাখ টাকা। আগের দিন এ বাজারে ২৬৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসই এক্স ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৬০ পয়েন্টে।

ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টি কোম্পানির। আর দর কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

এছাড়া আজ ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, কেয়া কসমেটিকস, লাফার্জ সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, এবি ব্যাংক, বেক্সিমকো, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, যমুনা অয়েল, এমজেএলবিডি ও অগ্নি সিস্টেম।

স্টকমার্কেটবিডি.কম/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *