সূচকের ওঠানামা প্রবণতায় আজ সোমবার মন্থরগতিতে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১১টায ৪৫ মিনিট পর্যন্ত লেনদেনে সূচক ও শেয়ার দর বেশ উঠা-নামা করে।
ডিএসই সূত্রে জানা যায়, এক ঘন্টা ১৫ মিনিটে ডিএসইর ডিএসইএক্স সূচক মাত্র ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,১১০ পয়েন্টে। এর আগে বেলা ১১টায় সূচকের অস্থান ছিল ৫,১০০ পয়েন্টে। এরপর উধ্বমুখী সামান্য প্রবণতা অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৭টির দাম বেড়েছে। কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমজেএলবিডি, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, হেডেলবার্গ সিমেন্ট, লাফার্জ সিমেন্ট,
কাসেম ড্রাইসেল, বেক্সিমেকা, কেপিসিএল ও সামিট পাওয়ার।
স্টকমার্কেটবিডি.কম/এলকে