ডিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন

DSE-UP-4400-728x387নিজস্ব প্রতিবেদক :

আগেরদিনের মতো বুধবারও দেশের শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনভর সূচক নিম্নমুখী ছিল তবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতন হয়েছে।

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৩৭ পয়েন্টে।

লেনদেন হওয়া ৩০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৭৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির। এদিন লেনদেন হয়েছে ২৮৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের দিন সোমবার লেনদেন হয় ২৩৮ কোটি ৫৮ লাখ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

এদিন ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে অগ্নি সিস্টেমস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ফু-ওয়াং ফুড, লাফার্জ সিমেন্ট, স্কয়ার ফার্মা, সাপোর্ট, তুংহাই, গ্রামীণফোন, আরকে সিরামিকস ও যমুনা ওয়েল।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯৮ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৪২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৮টি।

লেনদেন হয়েছে ২৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। যা আগের দিন ছিল ২৬ কোটি ৪৫ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *