ডিএসইতে ৬৩৭ কোটি টাকার লেনদেন ও সূচকের উত্থান

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। চলতি সপ্তাহের দুই দিনে সূচকের বড় ধরনের উত্থানের পর গতকাল শেয়ারবাজারে সূচকের সংশোধন হয়েছে। সপ্তাহের চতূর্থদিন বুধবার আবার অব্যহত ধারায় সূচকের উত্থান হয়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪২ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ৬৩৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার ৫৫৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭১ টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার, ওয়েষ্টার্ণ মেরিন, ন্যাশনাল ব্যাংক, এমজেএলবিডি, কেপিসিএল, বাংলাদেশ সাবমেরিন, বেক্সিমকো লি:, ইফাদ অটোস, সাইফ পাওয়ার ও আরকে সিরামিকস।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তে সিএএসপিআই সূচক ৫৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৪০২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *