ডিএসইর সাথে বিএফএমএফের বৈঠক

dse-press-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাথে শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল মার্কেট ফোরাম (বিএফএমএফ)। এসময় সংগঠনটি বাংলাদেশ ব্যাংলাদেশ ব্যাংকের সাথেও বসবে বলে জানানো হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শেখ কবির হোসেনের নেতৃত্বে গত বুধবার ০৭ মে বিকাল ৪ টায় বিএফএমএফ এর সভা অনুষ্ঠিত হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগসীমার নির্দেশনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করতে চায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল মার্কেট ফোরাম (বিএফএমএফ)। বিএফএমএফ এর প্রথম সভায় এমন আগ্রহ প্রকাশ করেছে সংগঠনটির সদস্যরা।

সভায় বিএফএমএফ এর সদস্যরা আসন্ন বাজেটের প্রস্তাব হিসেবে লিস্টেড ফাইন্যান্সিয়াল কোম্পানি ও নন-লিস্টেড ফাইন্যান্সিয়াল কোম্পানির মধ্যে করের হার এর পার্থক্য ১০% এর মধ্যে রাখার প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া শেয়ারবাজারের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য নানা কৌশল নিয়েও আলোচনা করেন সদস্যগণ।

উক্ত সভায় ৬টি এ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন, বিশেষ করে দেশেরফাইন্যান্সিয়াল মার্কেটের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যে সংগঠনটি গড়ে তোলা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *