চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোনের রাজস্ব কমেছে। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রামীণফোনের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি প্রান্তিকে গ্রামীণফোনের রাজস্ব আয় হয়েছে দুই হাজার ৫৬৪ কোটি টাকা। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) এ রাজস্বের পরিমাণ ছিল দুই হাজার ৬২০ কোটি টাকা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে রাজস্ব কমেছে ৫৬ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় তা বেড়েছে মাত্র ২ দশমিক ৪ শতাংশ।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক সুদ এ প্রসঙ্গে বলেন, ‘ফুটবল বিশ্বকাপ, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক আন্তসংযোগ আয় কমায় রাজস্ব প্রবৃদ্ধি কিছুটা ব্যাহত হয়েছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) দিলীপ পাল, প্রধান মার্কেটিং কর্মকর্তা অ্যালান বঙ্কে প্রমুখ।
স্টমার্কেটবিডি.কম/এইচ/সি