শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির নিট মুনাফা কমেছে প্রায় ৭৪ শতাংশ। কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
২০১৩ সালে তৃতীয় প্রান্তিকে লংকাবাংলা ২৪ কোটি ১৭ লাখ টাকা নিট মুনাফা করেছিল। এবার মুনাফা করতে পেরেছে মাত্র ৬ কোটি ৩৪ লাখ টাকা; যা আগের বছরের চেয়ে ১৭ কোটি ৮৩ লাখ টাকা কম।
সর্বশেষ প্রান্তিকে লংকাবাংলার শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ১ টাকা ৮ পয়সা ছিল।
এদিকে আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্যও (এনএভি) কমেছে। ৩০ সেপ্টেম্বর কোম্পানির এনএভি দাঁড়ায় ৩০ টাকা ৭৬ পয়সা, যা আগের বছর ছিল এনএভি ৩১ টাকা ২৭ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম/এআর