দরবৃদ্ধিতে সংবেদনশীল তথ্য নেই আরএন স্পিনিংয়ের

rnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিংয়ের দর ও লেনদেন বৃদ্ধিতে সংবেদনশীল কোনো তথ্য নেই। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ গত ২৩ নভেম্বর কোম্পানিকে এ শেয়ারের দর ও লেনদেন অস্বাভাবিক হারে বৃদ্ধির বিষয়ে নোটিস পাঠায়। জবাবে কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত তিন কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দর অস্বাভাবিক হারে বেড়েছে। এ সময় এর দর ২৩ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৮ টাকায়। অর্থাত্ দর বাড়ে ১৮ শতাংশ। ডিএসইতে গতকাল এ শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ বা ২ টাকা ৫০ পয়সা। দিনভর এর দর ২৫ টাকা ৮০ পয়সা থেকে ২৮ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ২৮ টাকা ১০ পয়সায়, যা সমন্বয় শেষে দাঁড়ায় ২৮ টাকায়। এদিন মোট ৩০ লাখ ৭৪ হাজার ২৫০টি শেয়ার লেনদেন হয়।

সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির ২৪৪ কোটি ৮২ লাখ ৭০ হাজার টার্নওভারের বিপরীতে মুনাফা হয়েছে ৪০ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা। এ সময় শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৬৪ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *