দর পতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের মানববন্ধন

20200114_134905স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে মানববন্ধন করছে বিনিয়োগকারীরা। এসময় তারা বাজার রক্ষায় প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ আশা করে বক্তব্য দেন।

মঙ্গলবার দুপুরে মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভবনের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি শুরু হয়।

মানববন্ধনে বিনিয়োগকারীরা বলেন, শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল ইসলামের পদত্যাগ করতে হবে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিনিয়োগকারীরা বলেন, একটি অশুভ শক্তি শেয়ারবাজারকে ধ্বংস করে দিচ্ছে। এমূহূর্তে একমাত্র আমাদের প্রধানমন্ত্রীই পারেন শেয়ারবাজারের চলমান সব সংকট দূর করতে।

প্রধানমন্ত্রী নজর দিলে শেয়ারবাজারের প্রতি জনগনের যে আস্থা সংকট রয়েছে তা কেটে যাবে বলে করেন মানববন্ধনে অংশগ্রহণকারী বিনিয়োগকারীরা।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *