দুই শেয়ারবাজারেই কমেছে সূচক ও লেনদেন

indexনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারে সূচক কমার মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)লেনদেন আগের দিনের তুলনায় কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল ৪০৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর।

এদিন ডিএসইএক্স বা প্রধান সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৫১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৭৪ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৪০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, আইডিএলসি ফিন্যান্স লিমিটেড, অগ্নি সিস্টেমস লিমিটেড, একটিভ ফাইন, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ডেসকো, সাইফ পাওয়ারটেক, গ্রামীণফোন, সাপোর্ট ও স্কয়ার ফার্মা।

অপরদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। সিএসই সার্বিক সূচক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৯৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার।

এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। এদিন সিএসইতে ২৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের এখানে ৩০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *