স্টকমার্কেট ডেস্ক , অক্টোবর ০১ :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ ১ অক্টোবর, অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। বোর্ড সভা ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৮ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিলো।
বীমা খাতের এ কোম্পানিটি ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত এবং পরিশোধিত মূলধন যথাক্রমে ১০০ কোটি টাকা এবং ৩২ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানিটির মোট ৩ কোটি ২৪ লাখ শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে ৬০ শতাংশ, প্রাতিষ্ঠানিকদের কাছে ৮.০৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩১.৯৫ শতাংশ শেয়ার।