প্রথম ঘণ্টায় সূচক ও লেনদেন কম

indexস্টকমার্কেট ডেস্ক :

দেশের উভয় শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। মঙ্গলবার দিনের প্রথম ঘণ্টায় সূচকের পাশাপাশি লেনদেনও তুলনামুলক কমেছে।

বেলা সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৫৭ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ৫৯টির শেয়ার দর।

এসময় পর্যন্ত লেনদেন হয়েছে ৪৫ কোটি ২৫ লাখ ১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ৬২ কোটি ৮২ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক একই সময়ে ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৭০ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৮৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

লেনদেন হয়েছে ৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *