প্রথম ঘন্টায় সূচকের পতন

low indexস্টকমার্কেট ডেস্ক :

দেশের উভয় শেয়ারবাজারে আজ নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। দিনের প্রথম ঘণ্টায় ডিএসইতে সূচকের ৮০ পয়েন্ট পতন হয়েছে। একই অবস্থা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বিরাজ করছে।

সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৭৫ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ২২৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৫৫ কোটি ৮৮ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ১২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৪৯৪ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮টির, কমেছে ১৩৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির। লেনদেন হয়েছে ৪ কোটি ৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *