প্রথম প্রান্তিকে নতুন কোম্পানিগুলোর আয় বৃদ্ধি

ipoনিজস্ব প্রতিবেদক :
চলতি বছরে লেনদেন শুরু হওয়া অধিকাংশ কোম্পানি প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে। কোম্পানিগুলোর প্রথম প্রান্তিকের (জুলাই, ১৪-সেপ্টেম্বর, ১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত শেয়ারবাজারে নতুন ১৬টি কোম্পানি লেনদেন শুরু করে। এর মধ্যে নভেম্বরে ২টি কোম্পানি লেনদেন করে। আর এখন পর্যন্ত ১৩টি কোম্পানি প্রথম প্রান্তিকের তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে, নতুন ৮টি কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেক লিমিটেড, রতনপুর স্টীল রি-রোলিং মিলস, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, দ্য পেনিনসুলা চিটাগং, মতিন স্পিনিং মিলস, এমারেল্ড অয়েল এবং মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড।

প্রথম প্রান্তিকে সাইফ পাওয়ারটেক শেয়ার প্রতি আয় করেছে ৭৭ পয়সা। যা আগের বছরের তুলনায় ৭১ শতাংশ বেশি। আগের বছর একই সময়ে কোম্পানিটি আয় করেছিল ৪৫ পয়সা।

প্রথম প্রান্তিকে প্রকৌশল খাতের রতনপুর স্টীল শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৭০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ২১ পয়সা। অর্থ্যাৎ আগের বছরের তুলনায় কোম্পানির আয় বেড়েছে ৪০ শতাংশ।

প্রথম প্রান্তিকে বস্ত্র খাতের ফারইস্ট নিটিং শেয়ার প্রতি আয় করেছে  ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ২৬ পয়সা। অর্থ্যাৎ আগের বছরের তুলনায় কোম্পানির আয় বেড়েছে ১১৯ শতাংশ।

বহুল আলোচিত শাহজিবাজার পাওয়ার কোম্পানি প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ২ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৫১ পয়সা। অর্থ্যাৎ আগের বছরের তুলনায় কোম্পানির আয় বেড়েছে ৩৬৩ শতাংশ।

প্রথম প্রান্তিকে ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে ২৭ শতাংশ। আলোচিত প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩০ পয়সা।

একই সময়ে মতিন স্পিনিং শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ১ টাকা ১০ পয়সা। আগের বছর এসময় কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৫ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে ৫ শতাংশ।

এছাড়া ইপিএস কমেছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ, কেপিপিএল, ফার কেমিক্যাল ও হা-ওয়েল টেক্সটাইলের। অপরদিকে  এমারেল্ড অয়েলের আয় বেড়েছে ৩৯% ও মোজাফফর হোসেন স্পিনিং মিলসের ২৮%।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *