স্টকমার্কেট ডেস্ক :
লেনদেনের ৩ ঘণ্টায় বিক্রেতা উধাও হয়ে গেছে তালিকাভুক্ত ২ কোম্পানির। কোম্পানি দুটি হচ্ছে- ফ্যামিলি টেক্স বিডি ও ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এতে বৃহস্পতিবার কোম্পানি দুটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
বিশ্লেষকদের মতে, চাঙা বাজারে অতিমাত্রায় তেজী হয়ে উঠছে বিভিন্ন কোম্পানির শেয়ার। এতে লেনদেনের মাঝখানে এসব শেয়ারে বিক্রেতা উধাও হয়ে যাচ্ছে।
বেলা দেড়টা পর্যন্ত ফ্যামিলি টেক্সের স্ক্রিনে সর্বশেষ ৩ লাখ ১৮ হাজার ৫০০ টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্ডেট হওয়ার আগে সর্বশেষ লেনদেনটি হয় ২৪ টাকা ৮০ পয়সায়। গতকাল এর শেয়ারের সমাপনী দর ছিল ২২ টাকা ৬০ পয়সা।
ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের স্ক্রিনে সর্বশেষ ১ লাখ ২৮ হাজার টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্ডেট হওয়ার আগে সর্বশেষ লেনদেনটি হয় ২৪ টাকা ৯০ পয়সায়। গতকাল এর শেয়ারের সমাপনী দর ছিল ২২ টাকা ৭০ পয়সা।