বাটা সুর দর বেড়েছে ৮.০২%

bataস্টকমার্কেট ডেস্ক :

চামড়া শিল্প খাতের কোম্পানি বাটা সু লিমিটেডের দর গত সপ্তাহে বেড়েছে ৮ দশমিক শূন্য ২ শতাংশ। ফলে কোম্পানিটি উঠে আসে সাপ্তাহিক দরবৃদ্ধির চতুর্থ স্থানে। সপ্তাহজুড়ে এর মোট ৭ কোটি ৩৩ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসইতে বৃহস্পতিবার এ শেয়ারের দর বাড়ে ৪ দশমিক ৬০ শতাংশ বা ৫৮ টাকা ৫০ পয়সা। দিনভর দর ১ হাজার ২৭৭ টাকা থেকে ১ হাজার ৩৩২ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে।

সর্বশেষ লেনদেন হয় ১ হাজার ৩২৯ টাকায়। লেনদেন শেষে এর সর্বশেষ দর ছিল ১ হাজার ৩৩০ টাকা ২০ পয়সা, যা এর আগের কার্যদিবসে ছিল ১ হাজার ২৭০ টাকা ৫০ পয়সা। এদিন ৩১৩ বারে এ কোম্পানির মোট ২০ হাজার ৩৯০টি শেয়ারের লেনদেন হয়।

গত এক মাসে এ শেয়ারের সর্বনিম্ন দর ছিল ১ হাজার ১৩৪ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ দর ১ হাজার ৩৩০ টাকা ২০ পয়সা। ছয় মাসে এর সর্বনিম্ন দর ৯৪৬ টাকা ৪০ পয়সা ও সর্বোচ্চ ১ হাজার ৩৩০ টাকা ২০ পয়সা।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য অন্তর্বর্তীকালীন ১৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *