শেয়ারবাজারে প্রথমবারের মতো কোনো কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদেনের ওপর এমন নিরীক্ষা করল নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।
কোম্পানিকে তিন কার্যদিবসের মধ্যে বিশেষ নিরীক্ষকের সুপারিশ অনুসারে আর্থিক প্রতিবেদন সংশোধন করে প্রকাশ করতে নির্দেশনা দিয়েছে বিএসইসি।
বিএসইসি নিজস্ব উদ্যোগে করা বিশেষ নিরীক্ষায় সদ্য তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে ১৩ কোটি ৭০ লাখ টাকা।
এ বিষয়ে কোম্পানির জবাব পাওয়ার পর স্টক এক্সচেঞ্জে এ শেয়ারের লেনদেন চালু হতে পারে।
এ বিষয়ে শাহজিবাজার পাওয়ারের কোম্পানি সচিব ইয়াসিন আহমেদ বলেন, এরই মধ্যে স্টক এক্সচেঞ্জে সংশোধিত আর্থিক প্রতিবেদন জমা দেয়া হয়েছে। তবে স্টক এক্সচেঞ্জ এখনো তা প্রকাশ করেনি।
শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের বিশেষ নিরীক্ষা প্রতিবেদন বিষয়ে ১২ অক্টোবর বিএসইসির সহকারী পরিচালক মো. বনি ইয়ামিন খান স্বাক্ষরিত এক চিঠিতে এমনটিই দেখা গেছে।
ওই চিঠিতে বলা হয়, কমিশনের নির্দেশনা অনুসারে নিরীক্ষা প্রতিষ্ঠান এ কাশেম অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস শাহজিবাজারের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বিশেষ নিরীক্ষা চালায়। যেখানে বিশেষ নিরীক্ষক জানায় বকেয়া খরচ (ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার) ১৩ কোটি ২৬ লাখ ১৭ হাজার টাকা ও প্রাথমিক ব্যয় ৪৩ লাখ ৫৪ হাজার টাকা বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (বিএএস) অনুসারে অন্তর্ভুক্ত করা হয়নি।
স্টকমার্কেটবিডি.কম/সি