বৃহস্পতিবার আট কোম্পানির এজিএম

agmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আট কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। কোম্পানি আটটি হলো: রহিম টেক্সটাইল, কোহিনূর কেমিক্যাল, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ইনফিউশন, মালেক স্পিনিং, হা-ওয়েল টেক্সটাইলস, পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং সায়হাম টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রহিম টেক্সটাইলের এজিএম সকাল ৯টায়, ট্রাস্ট মিলনায়তন, পুরাতন বিমানবন্দর সড়ক, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকাতে; কোহিনূর কেমিক্যাল কোম্পানির এজিএম সকাল সাড়ে ৯টায়, অফিসার্স ক্লাব, ২৬ বেইলি রোড, রমনা, ঢাকাতে; ন্যাশনাল পলিমারের এজিএম সকাল ১০টায়, ফখরুদ্দিন অ্যান্ড সন্স কমিউনিটি সেন্টার, বোর্ড বাজার, গাজীপুরে; ওরিয়ন ইনফিউশনের সকাল ১০টায়, অফিসার্স ক্লাব, ২৬ বেইলি রোড, রমনা, ঢাকাতে; মালেক স্পিনিংয়ের সকাল সাড়ে ১০টায়, ট্রাস্ট মিলনায়তন, পুরাতন বিমানবন্দর সড়ক, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকাতে; হা-ওয়েলের এজিএম সকাল ১১টায়, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ১৬০/এ, কাকরাইল, ঢাকাতে; পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এজিএম সকাল সাড়ে ১১টায়, হোটেল পূরবী ইন্টারন্যাশনাল, ১ দিলকুশা সি/এ, ঢাকাতে এবং সায়হাম টেক্সটাইলের এজিএম একই দিন সকাল সাড়ে ১১টায়,মিল প্রাঙ্গণ, নয়াপাড়া, সায়হাম নগর, মাধবপুর, হবিগঞ্জে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের হতে পারে কোম্পানিগুলোর এজিএমে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে রহিম টেক্সটাইল ২৬ শতাংশ স্টক, কোহিনূর কেমিক্যাল ২৫ শতাংশ স্টক, ন্যাশনাল পলিমার ১৮ শতাংশ স্টক, ওরিয়ন ইনফিউশন ১৫ শতাংশ নগদ, মালেক স্পিনিং ১০ শতাংশ নগদ, হা-ওয়েল ১৫ শতাংশ নগদ, পপুলার লাইফ ৪০ শতাংশ স্টক এবং সায়হাম টেক্সটাইল ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *