ব্রোকারেজ হাউসে লেনদেনের চার্জ কমলো

houseস্টকমার্কেট ডেস্ক :

ব্রোকারেজ হাউসগুলোর লেনদেনের ওপর চার্জ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) কর্তৃপক্ষ। মঙ্গলবার সিডিবিএলের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিডিবিএল সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বর্তমানে ব্রোকারেজ হাউসগুলো লেনদেনের ওপর ০.০১৭৫ শতাংশ হারে কমিশন দেয় সিডিবিএলকে। কমিশনের এ হার ০.০১৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

সিডিবিএলের চেয়ারম্যান শেখ কবির গনমাধ্যমকে বলেন, লেনদেনের ওপর চার্জ কমানো ব্রোকারেজ হাউসগুলোর দীর্ঘদিনের দাবি ছিল। তাদের দাবির পরিপেক্ষিতে এ চার্জ কমানো হয়েছে। এ ছাড়া শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতিতে ব্রোকারেজ হাউসগুলোর ব্যবসায় বিবেচনায় নেওয়া হয়েছে।

আগামী ১ জুলাই থেকে নতুন এ হার কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *