বড়দিনের পর রেকর্ড সূচক আমেরিকার শেয়ারবাজারে

usaস্টকমার্কেট ডেস্ক :

অতীতে বড়দিনের পরের দিন এত বেশি সূচক বাড়তে দেখা যায়নি আমেরিকার শেয়ারবাজারে। মুলত স্বাস্থ্য ও সেবা খাতের শেয়ারের দাম বাড়ায় সূচকের এই বৃদ্ধি ঘটেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

সূত্র থেকে জানা যায়, বড়দিনের ছুটিতে বিনিয়োগকারিদের আনাগোনা কমই ছিল বাজারে। ফলে কমেছিল সূচক ও লেনদেন। তাছাড়া তেলের বাজারের অস্থিরতার তো ছিলই। ফলে সপ্তাহে সুচকের মিশ্রভাব থাকলেও শুক্রবার রেকর্ড সুচক বেড়েছে মার্কিন শেয়ার বাজারে।

আনুপাতিক হারে সবচেয়ে বেশি বেড়েছে Dow Jones ইন্ডেক্স । শুক্রবার দিনশেষে Dow Jones industrial average .DJI ইন্ডেক্স ২৩.৫০ পয়েন্ট বেড়ে দড়িয়েছে ১৮,০৫৩.৭১ পয়েন্ট, S&P 500 .SPX ইন্ডেক্স ৬.৮৯ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ২০৮৮.৭৭ পয়েন্ট। এছাড়া Nasdaq Composite .IXIC ইন্ডেক্স ১৬.৯৮পয়েন্ট বেড়ে ৪,৭৬৫.৩৮ পয়েন্টে অবস্থান করছে।
স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এএআর/সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *