ভিওআইপি সেবাদাতা ১২৪ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

btrcস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ভিওআইপি সেবাদাতা (ভিএসপি) ১২৪টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। লাইসেন্স না থাকায় তারা আর কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছে সংস্থাটি।

বিটিআরসি বলছে, এসব প্রতিষ্ঠান বকেয়া পাওনা পরিশোধ করেনি। যথাসময়ে নবায়নের আবেদন করেনি। এ কারণে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে।

আজ বুধবার বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এতে বলা হয়, বিজ্ঞপ্তি প্রকাশের এক মাসের মধ্যে সরকারের সব বকেয়া পাওনা পরিশোধ না করলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ১২৪ টির প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টি প্রতিষ্ঠান সরকারের বকেয়া পাওনা পরিশোধ ও যথাসময়ে নবায়ন আবেদন করেনি এবং ১৮টি প্রতিষ্ঠান যথাযথভাবে আবেদন করেনি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *