মেঘনা পেট্রোলিয়াম ১০৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

megnaস্টকমার্কেট ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির ঘোষিত লভ্যাংশের মধ্যে ৯৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জানুয়ারি, সকাল ১০টা ৩০ মিনিটে, মেইন ইনস্টালেশন, গুপ্তখাল, পতেঙ্গা, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (বেসিক ইপিএস) হয়েছে ২৩.৯৯ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ ( বেসিক এনএভিপিএস) হয়েছে ৭০.৭৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *