যমুনা অয়েল বুঝে পায়নি ওমেরার শেয়ার

Jamuna-Omeraস্টকমার্কেট ডেস্ক :

জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওমেরা ফুয়েলস লিমিটেড তার স্পন্সর শেয়ারহোল্ডার যমুনা অয়েল কোম্পানির নামে এখনও শেয়ার বরাদ্দ করেনি। কোম্পানির ৪৩ লাখ ৭০ হাজার শেয়ারের মালিক যমুনা অয়েল; যা মোট শেয়ারের ২৫ শতাংশ।

যমুনা অয়েল কোম্পানির নিরীক্ষক তার পর্যবেক্ষণে এ তথ্য জানিয়েছে।

উল্লেখ, যমুনা অয়েল কোম্পানির জমিতে স্থাপিত হয়েছে ওমেরা ফুয়েলস লিমিটেডের প্রকল্প। ওই সুবাদে কোম্পানির ২৫ শতাংশ মালিকানা পেয়েছে যমুনা অয়েল। ওমেরা ফুয়েলসের ১৪ টি সুপরিসর ট্যাঙ্ক রয়েছে। বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গার গুপ্তখালে ৬ দশমিক ১৭ একর জমিতে এসব ট্যাঙ্কের অবস্থান। ট্যাঙ্কগুলোর সম্মিলিত ধারণ ক্ষমতা ৭০ হাজার মেট্রিক টন।

বেসরকারি বিদ্যুতকেন্দ্রগুলোর জন্য আমদানি করা ফার্নেস অয়েল সংরক্ষণের সেবা দিয়ে থাকে ওমেরা ফুয়েলস। আগামী দিনে কোম্পানিটি সব ধরনের জ্বালানি তেল নিজেরাই আমদানি করে সংরক্ষণ ও বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *