যুক্তরাষ্ট্রে প্রথম দিনেই ঝড় তুললো ভার্জিন এয়ারলাইন্স

us sockস্টকমার্কেট ডেস্ক :

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে IPO ছাড়ার পর লেনদেনের প্রথম দিনেই রেকর্ড পরিমানে দর বৃদ্ধি পেয়েছে ভার্জিন আমেরিকা এয়ারলাইন্স।

শুক্রবার লেনদেনের প্রথম দিনে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি দর $২১-$২৪ ডলার অর্থাৎ গড়ে $২৩ ডলারে লেনদেন হয়। লেনদেনের শুরুতেই তা দর $৪ ডলার বৃদ্ধি পেয়ে শেয়ার প্রতি $২৭ ডলারে উন্নিত হয়।

দিন শেষে ৩৪% শতাংশ বেড়ে কোম্পানিটর শেয়ার দর দাঁড়িয়েছে $৩০.৮৩ ডলার। উলেখ্য, Richard Branson এর মালিকানাধীন প্রতিষ্ঠানটি প্রায় ১৩.৩ মিলিয়ন শেয়ার ছেড়ে $৩০০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে।

সূত্র- ABC News

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *