রেকর্ড গড়েই নেমে গেল ভারতের শেয়ার সূচক

sensexস্টকমার্কেট ডেস্ক :

নতুন রেকর্ড গড়ার একদিন যেতে না যেতেই পরের কার্যদিবসেই সেনসেক্স সূচক কমেছে গেল ভারতের শেয়ারবাজারে। তেলের দামের উপর কর বৃদ্ধির সরকারী সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব পড়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

অতীতের সব রেকর্ড ভেঙে গতকালই সেনসেক্স ২৮ হাজার ১২৬ পয়েন্টের মাইল ফলক স্পর্শ করে ভারতের শেয়ারবাজার। সেই রেষ যেতে না যেতেই বৃহস্পতিবার সুচকের এই পতন ঘটল।

এদিন BSE Sensex  সূচক .২৪ শতাংশ বা ৬৮.২৬ পয়েন্ট কমে দাড়িয়েছে ২৭ হাজার ৯৪0.৬৪ পয়েন্টে। এছাড়া Nifty Index .৩০ শতাংশ বা ২৫.৪৫ পয়েন্ট কমে ৮ হাজার ৩৩৭.৮৫ পয়েন্টে নেমে এসেছে।

মুলত তেলের দামের উপর কর বৃদ্ধির ফলে শেয়ারবাজারে তার নেতিবাচক প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্ট্ররা মনে করছেন। উল্লেখ্য, ভারতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের উপর অতিরিক্ত ১.৫০ রুপি শুল্ক আরোপ করেছে দেশটির সরকার।

সূত্র : দি স্টেটমেন্ট

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *