স্টকমার্কেট ডেস্ক, ১ অক্টোবর :
শেয়ারবাজারে অভিষেক ঘটা সাইফ পাওয়ারটেক কোম্পানি লুজার তালিকায় নেমে গেছে।
বিশ্লেষণে দেখা যায়, সাইফ পাওয়ারটেকের বুধবার ৭ টাকা ৫০ পয়সা বা ১১ দশমিক ৬৩ শতাংশ দর কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৫৭ টাকায়।
কোম্পানির ১৮ লাখ ৬৯ হাজার শেয়ার ৪ হাজার ৪৭০ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ১১ কোটি ৪৩ লাখ টাকা।
এদিকে মাত্র ৩ দিন লেনদেন শুরু করা কোম্পানিটির সর্বোচ্চ দর ওঠে ৮০ টাকা পর্যন্ত। আর সর্বনিম্ন ৫৬ টাকা ২০ পয়সা।
প্রসঙ্গত, সাইফ পাওয়ারটেকের লেনদেন শুরু হয় গত সোমবার। আর রতনপুর স্টীল এর আগের সপ্তাহে লেনদেন শুরু হয়।