শেয়ারবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে আইসিবি

icbস্টকমার্কেট ডেস্ক :

রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পাশে দাঁড়াচ্ছে। প্রতিষ্ঠানটি শেয়ার কেনার জন্য গ্রাহকদের নেওয়া ঋণের (Margin Loan) সুদের একটি বড় অংশ মওকুফ করতে যাচ্ছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সুদ মওকুফের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আর এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বিস্তারিত প্রস্তাব ও পরিকল্পনা প্রণয়নে একটি কমিটি গঠন করে দিয়েছে পর্ষদ। আইসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ের মার্জিন ঋণের ৭৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে আইসিবি। আর বাকী ২৫ শতাংশেও পাওয়া যাবে নমনীয় সুদে পরিশোধের সুযোগ। ঋণের এ অংশ পরিশোধে ৩ বছর সময় পাবেন গ্রাহকরা। আর এর জন্য দিতে হবে বার্ষিক ৮ শতাংশ সুদ, যা মার্জিন ঋণের প্রচলিত সুদ হারের অর্ধেকেরও কম।

জানা গেছে, সুদ মওকুফ সংক্রান্ত কমিটি আগামী রোববার বৈঠকে বসবে। এ কমিটিতে আছেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো: ফায়েকুজ্জামান, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান এবং সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম।

আগামী ১১ জুন আইসিবির পরবর্তী পর্ষদ সভায় বিষয়টি চূড়ান্ত অনুমোদন পেতে পারে।

এ ব্যাপারে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান বলেন, বিষয়টি নীতিগতভাবে অনুমোদিত হলেও তার রূপরেখা চূড়ান্ত হয়নি। কমিটি রবিবার বসে সেটি চূড়ান্ত করবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *