শেয়ারবাজারে ১৫,০০০ কোটি রুপি নিবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া

indiaস্টকমার্কেট ডেস্ক :

প্রয়োজনীয় মূলধন জোগাড় করতে এবার ভারতের শেয়ারবাজারে শেয়ার ছাড়বে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷ দেশটির দৈনিক হিন্দুস্থান টাইমস এ কথা জানায়।

দেশের বৃহত্তম ব্যাংক জানিয়েছে, মূলধন জোগাড়ের উপায় খুঁজতে ব্যাংকের ডিরেক্টরদের নিয়ে গঠিত কমিটিই সুপারিশ করেছে শেয়ার ছেড়ে ১৫,০০০ রুপি তোলার৷

এর জন্য কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন চাওয়া হবে৷ বাসেল থ্রি নিয়ম মেনে এই ব্যবস্থা নিচ্ছে ব্যাংক৷ সেক্ষেত্রে ওই মূলধন জোগাড় করতে ফলো -অন পাবলিক ইস্যু, ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট, রাইটস ইস্যু, প্রাইভেট প্লেসমেন্ট, গ্লোবাল ডিপোজিটরি রিসিট, আমেরিকান ডিপোজিটরি রিসিট অথবা এগুলির সবকটি মারফতই টাকা তোলা হতে পারে বলে জানিয়েছে এসবিআই৷

স্টকমার্কেটবিডি.কম/তরি/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *