স্টকমার্কেট ডেস্ক : পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দেশের শেয়ারবাজার ৯ দিন ছুটিতে থাকবে। আগামীকাল ৩ অক্টোবর শুক্রবার থেকে ১১ অক্টোবর শনিবার পর্যন্ত শেয়ারবাজার বন্ধ থাকবে।
এদিকে দুই স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ৫ অক্টোবর রোববার থেকে ৯ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত শেয়ারবাজার বন্ধ থাকবে।কিন্তু ঈদের ছুটির আগে ও পরে শুক্র এবং শনিবার হওয়ায় আগামী ১২ অক্টোবর রোববার থেকে শেয়ারবাজারে লেনদেন যথা সময়ে শুরু হবে।
ছুটি চলকালীন সময়ে দুই স্টক এক্সচেঞ্জের অফিসের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের পর শেয়ারবাজারে অফিস সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। আর শেয়ার লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। বৃহস্পতিবারে ছুটির আগে শেয়ারবাজারে শেষ লেনদেন।