সংশোধন হচ্ছে শেয়ারবাজার

low indexনিজস্ব প্রতিবেদক :

টানা দুই দিন ঊর্ধ্বমুখী প্রবণতা শেষে আজ বুধবার শেয়ারবাজার সংশোধন হচ্ছে। এদিন সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা সাড়ে ১১টা পর্যন্ত এদিকে ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৪৮ পয়েন্টে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৯টি কোম্পানির। আর দর কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

এসময় পর্যন্ত ৮৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২৩৬ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *