সপ্তাহ শেষে নিম্নমুখী ভারতের শেয়ারবাজার

sensexস্টকমার্কেট ডেস্ক :

ভারতে জুড়ে চলা ব্যাংক ধর্মঘটের জেরে চলতি সপ্তহে দ্বিতীয়বারের মতো বড় ধরনের সূচক পতনের ঘটনা ঘটল ভারতের শেয়ারবাজারে।

গতকাল শুক্রবার দিনশেষে SENSEX সূচক ১০৪.৭২ পয়েন্ট কমে ২৮,৪৫৮.১০ পয়েন্টে অবস্থান করে। NIFFTY সূচক ২৬.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮,৫৩৮.৩০ পয়েন্টে।

এদিন NIFFTY তে মোট লেনদেন হয়েছে ৫০ টি কোম্পানির শেয়ার। যার মধ্যে দাম বেড়েছে ২১ টির এবং কমেছে ২৯ টির।শীর্ষ লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে ছিল ASIAN-PAINTS ও TATA-STEEL ।

উল্লেখ্য বেতন বৃদ্ধির দাবিতে ব্যাংক কর্মচারি ইউনিয়নের ডাকে ভারত জুড়ে চলছে ব্যাংক ধর্মঘট। যার ফলশ্রুতিতে অনেকটা অচলবস্থা নেমে এসেছে শেয়ারবাজার সহ অন্যান্ন আর্থিক প্রতিষ্ঠানে।

সূত্র-Financial Express

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *