সিএসইতে লেনদেন ৩১ কোটি টাকা

cseনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বৃহষ্পতিবার দিন শেষে লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ৩১ কোটি টাকা। এ দিন কমেছে সবগুলো মূল্যসূচক। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিএসইর তথ্য অনুযায়ী, চট্রগাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক ২৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৯৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ২ পয়েন্ট কমে ১০১৭ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ১০ পয়েন্ট কমে ৮৪৫৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন কমেছে সিএসই৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১১ হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে ৩১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার হয়েছিল ৪৪ কোটি ১ লাখ টাকার লেনদেন। এ হিসাবে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

দিনভর সিএসইতে লেনদেনে অংশ নেয় ২৪০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৪ টির, কমেছে ১১৭ টির এবং ২৯ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

এদিন টাকার পরিমানে লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেড। এদিন কোম্পানিটির মোট ২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *