সূচক উত্থানে নজরদারিতে ভারতের শেয়ারবাজার

sensexস্টকমার্কেট ডেস্ক :

শুক্রবারও দিনের শেষে বড় ধরনের উত্থান হয়েছে ভারতের শেয়ারবাজারের সব সূচক৷ এদিকে বেআইনি শেয়ার লেনদেন রুখতে কড়া বিধিনিষেধ আনার কথা বুধবারই জানিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা।

তবে বিনিয়োগকারীদের অনেকেই এবার একটু সতর্ক হয়ে পরিস্থিতির দিকে নজর রাখছেন৷ সামনেই সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে৷ অন্যদিকে ২ ডিসেম্বর রিজার্ভ ব্যাংকের নীতি পর্যালোচনা হবে৷ তাঁরা তাকিয়ে রয়েছেন সেই দিকেই৷

শুক্রবার Sensex Index ২৬৭.০৭ পয়েন্ট উঠে অবস্থান করছে ২৮,৩৩৪.৬৩ পয়েন্টে এবং Nifty Index ৭৫.৪৫ পয়েন্ট উঠে অবস্থান করছে ৮৪৭৭.৩৫ পয়েন্টে৷ এদিন বিএসই-তে ১৯২৪টি শেয়ারের দাম বাড়লেও ৯৪০টি শেয়ারের দাম কমেছে৷

এ জন্য দু’দশকের পুরনো ব্যবস্থা থেকে সরে এসে নয়া বেআইনি লেনদেন প্রতিরোধ বিধি বা প্রহিবিশন অব ইনসাইডার ট্রেডিং রেগুলেশন-এ দেওয়া হয়েছে৷ এর ফলে বিনিয়োগকারীরা কিছুটা রক্ষণশীল হয়েছেন বলে মনে করছেন শেয়ার বিশেষজ্ঞরা৷

সম্প্রতি ভারতের শেয়ারবাজারে প্রধান দুই সূচক সেনসেক্স ও নিকি বেড়ে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

সূত্র-দি হিন্দু

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *